• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এসএমপি’র গণবিজ্ঞপ্তি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৬
সিলেট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এসএমপি’র গণবিজ্ঞপ্তি

সিলেট জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহানগর পুলিশ মোটর সাইকেল, বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন, যানবাহন ও নৌ- চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)। এসএমপি’র পক্ষ থেকে সোমবার সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ (গণমাধ্যম) জিদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ডিসেম্বর বুধবার সিলেট সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন নগরীর মদন মোহন কলেজ এবং দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাইয়ের ইছরাব আলী হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ কারণে ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন ২৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ দুটি ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন চলাকালে ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কেন্দ্রের আশপাশ এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ২৭ ডিসেম্বর রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন ২৮ ডিসেম্বর রাত ১২টা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় টেক্সিক্যাব, বেবি ট্যাক্সি, অটোরিকশা (সিএনজি), মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না।
এছাড়া কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।