• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাতভর ডাকাতি, ভোরে পালানোর সময় অস্ত্রসহ ধরা পড়লো ৯ ডাকাত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৬
রাতভর ডাকাতি, ভোরে পালানোর সময় অস্ত্রসহ ধরা পড়লো ৯ ডাকাত

দক্ষিন সুরমার মোগলাবাজার থেকে অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটকৃত মালামাল।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে মোগলবাজার থানার জলকরকান্দি এলাকার স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তারা ডাকাতি করে ফিরছিলো বলেও জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান,গভীর রাতে জলকরকান্দি এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে স্থানীয়রা এলাকা ঘেরাও করে । পরে পুলিশকে খবর দিলে জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এসময় একটি দেশী আগ্নেয়াস্রসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদের মধ্যে বাগেরহাট জেলার ২ জন, ব্রাক্ষ্মনবাড়িয়ার ১ জন, ফেনীর ১ জন, সুনামগঞ্জের ১জন এবং সিলেটের গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন।

আটককৃতদের মোগলাবাজার থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য। তারা দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করত। এই দলের বাকিদের ধরতে ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।