• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানী হাসপালে রোগীর স্বজদের উপর হামলা থানায় মামলা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৬
ওসমানী হাসপালে রোগীর স্বজদের উপর হামলা থানায় মামলা

ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হলে, থাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত রোগীর স্বজন হাসান ও আজিজ ঔষধ আনার জন্য হাসপাতালে নিচে যাওয়ার পর এক দল সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে গুরুত্ব আহত হলেন হাসান ও আজিজ পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় আহতদের চাচাতো ভাই মো: কামরুল ইসলাম টিটু বাদী হয়ে ৬ জনের নাম উল্লখ্য করে,১০/১২ জনকে অজ্ঞাত করে সিলেট কোতোয়ালী থানায় মামলা দ্বায়ের করেন। মামলা নং- ৩৩/ ৪০৬/ ২৭/১২/১৬ইং

মামলার এজাহার নাম উল্লেখ করেন, মোছা হামিদা বেগম, মাহবুবু আহমদ, জুয়েল আহমদ, সর্ব পিতা নুর মিয়া, মাহী আহমদ, পিতা আলমাছ আলী, রায়হান আহমদ, পিতা সুনু মিয়া, শোভন আহমদ পিতা আছদ সিয়া সর্ব সাং পালপুর থানা ছাতক জেলা সুনামগঞ্জ।