
সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩.৩৭। যা গতবারের থেকে .২২শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৯৩.৫৯।
গতবারের পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৫২৯৯ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।