• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জঙ্গি আস্তানা হতে পারে না: শহীদুল ইসলাম

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৬
বাংলাদেশ জঙ্গি আস্তানা হতে পারে না: শহীদুল ইসলাম

বাংলাদেশ জঙ্গিদের আস্তানা হতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে জঙ্গিবাদ সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদুল ইসলাম বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। এদেশ জঙ্গিদের আস্তানা হতে পারে না।

জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা (জঙ্গিবাদের সঙ্গে জড়িত) স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এজন্য আপনাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। তা না হলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

অনুষ্ঠানে বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করায় পুলিশ সদর দপ্তরের এলআইসি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, র‌্যাব, ডিএমপির উত্তরা ও লালবাগ ডিভিশন, গাজীপুর ও বগুড়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির প্রধান মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ।