• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধন সম্ভব’

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৬
‘খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধন সম্ভব’

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই গড়ে তোলে আত্ম মনোবল। তাই খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানসিক বিকাশ সাধন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ফেস্টুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

নৌমন্ত্রী বলেন, খেলাধুলা নির্মল আনন্দের বহি:প্রকাশ। সরকার খেলাধুলার মানোন্নয়নে খুবই আন্তরিক উল্লেখ করে তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে সহজেই দেশকে বিশ্বের কাছে পরিচিত হওয়া সম্ভব।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে।