
ফেলে আসা দিনগুলো ছিলো স্বপ্নময়,ছিল আশা ছিল ভালবাসা, থাকবে সব সময়। ‘প্রবাসে বাংলা হৃদয়ে দেশ’এই শ্লোগানকে সামনে রেখে একটি বছর অতিক্রম করতে চলেছে লন্ডন বাংলার যৌথ প্রকাশনায় লাখো পাঠকের প্রিয় নিউজ পোর্টাল সিলেট ইউকে নিউজ ডটকম। নতুন বছরের শুরু আর সিলেট ইউকে নিউজ ডটকম এর এক বছর অতিবাহিত হওয়ার শুভলগ্নে পাঠক বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট ইউকে নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রাজু মিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,২০১৭ ইং নতুন বছরটি যেনো সবার জীবনে মঙ্গল ও শান্তিতে পরিপূর্ন হোক,পাশাপাশি সিলেট ইউকে নিউজ ডটকম সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে নিপীড়িত মানুষের কথা পাঠকের সামনে উপস্থাপন করে আসছে। আগামীতে সিলেট ইউকে নিউজ ডটকম তার এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে মত প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি।