• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৩দিন পেরিয়ে এখন উদ্ধার হয়নি সুনামগঞ্জের অপহৃত স্কুলছাত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৭
৩দিন পেরিয়ে এখন উদ্ধার হয়নি সুনামগঞ্জের অপহৃত স্কুলছাত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী অপহরণ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ উদ্ধার করতে পারেনি। জেলার সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হল- উপজেলার রাধানগর গ্রামের আসাদ আলীর ছেলে মহসিন মিয়া, মৃত আবদুল জলিলের ছেলে মাসুক মিয়া, মৃত রফিক মিয়ার ছেলে সুলেমান মিয়া ও লোকমান মিয়া।

এদিকে অপ্রাপ্তবয়স্ক কিশোরী অপহরণের পর গত তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে না পারায় কিশোরীর পরিবারের সদস্যরা অজানা শংকায় ভুগছেন।

জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের একটি এনজিও পরিচালিত স্কুলে ৫ম শ্রেণীতে পড়–য়া ১১ বছরের এই কিশোরীকে সোমবার রাতের কোনো এক সময়ে একই গ্রামের আসাদ আলীর বখাটে ছেলে মহসিন মিয়ার নেতৃত্বে তার সহযোগী মাসুক মিয়া, সুলেমান মিয়া ও লোকমান মিয়া সংঘবদ্ধ হয়ে অপহরণ করে নিয়ে যায়।