
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মসুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় জানা এখনো যায়নি। আহত পাঁচজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যায়।