• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭
মৌলভীবাজারে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহণ শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ডাকে মৌলভীবাজার জেলায় পরিবহণ ধর্মঘট চলছে।

আজ শনিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে জেলায় সকল ধরনের পরিবহণ চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। আর এতে সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহণ শ্রমিকদের উপর হামলা গাড়ি ভাংচুরের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে মৌলভীবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

এদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে পরিবহন ও ব্যবসায়ী সমিতির প্রায় হাজার খানেক লোক অবস্থান নিয়ে ধর্মঘট পালন করে। শহরের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রীমঙ্গলের সাথে সারাদেশের পরিবহণ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সাথে এক পরিবহণ শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের ব্যবসায়ী ও পথচারীর উপর নির্বিচারে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এসময় বেশ কিছু গাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ৪ জন এবং প্রায় অর্ধশত মানুষ আহত হন।