
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৯জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোয়ারাবাজারের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ মো. হাফিজুর রহমান। অভিযানকালে তার সাথে ছিলেন দোয়ারাবাজার থানার এস আই আল মামুন সহ পুলিশের একটি বিশেষ টিম। উপজেলার নুরপুর ও হরিনাপাটির মধ্যবর্তী স্থানে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে তাদেরকে আটক করা হয়।
ওসি এনামুল হক জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় আটক করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধামপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে শাহেদ আলী (২৫), মিয়া হোসেনের ছেলে মামুন মিয়া (২৩), আবু বকর ছিদ্দেকের ছেলে উসমান আলী (৪৫) ও জালাল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬), সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে কালা মিয়া (৩৫), কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩৫) ও কটু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩৬) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইন্দুদাইড় গ্রামের সামছুদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২৫)।