• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৭
মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউস অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বৈঠকে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকসহ প্রশাসন ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এরপর পরিবহন শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।