• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র আহত

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০১৭
সিলেটে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র আহত

সিলেট নগরীর সোবহানীঘাটে দুর্বৃত্তদের হামলায় এক কলেজ ছাত্র আহত হয়েছে। তার নাম সাঈদ আহমদ (২১)। সে সোবহানীঘাটের জালালাবাদ কলেজের আইএ ২য় বর্ষের ছাত্র। তার বাড়ি দক্ষিণ সুরমার সিলামে। সোমবার দুপুর ১ টার দিকে কলেজ গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ গেট থেকে বেরোনোর সাথে সাথে দুর্বৃত্তদের একজন তার মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর তারা তাকে চাকু দিয়ে কোপাতে থাকে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার সহ পাঠিরা জানিয়েছেন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

অন্য একটি সূত্রে জানা যায়, কলেজের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের গ্রুপের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০/১২ জন ছাত্রলীগ কর্মী মিলে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের অপর কর্মী সাঈদকে।

স্থানীয়রা জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাকিলের অনুসারি কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে কলেজের সামনে পার্কিং করে রাখেন। এসময় অপর গ্রুপের কর্মীরা বাধা দিলে এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে ১০/১২ জন মিলে কোপান সাঈদকে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সেখানে তাঁর অপারেশন চলছে। তার হাতে ও পেটে গুরুতর জখম রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।