• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিকেলে সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন-অর্থমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০১৭
বিকেলে সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন-অর্থমন্ত্রী

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান নিয়ে সিলেটে তিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করবেন তিনি।

তিনদিনব্যাপী এই মেলায় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা স্টলসহ ৭০টি স্টল থাকবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলা শেষ হবে রাত ৮টায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, র্যা ফেল ড্র’র আয়োজন থাকবে।

এছাড়া উন্নয়ন মেলায় ২০০৯ সাল থেকে ১৬ সাল পর্যন্ত সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের সচিত্র অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে বড়পর্দায় প্রদর্শন করা হবে। তাছাড়া ১৬টি সরকারি-বেসরকারি সংস্থা মেলাস্থলে সরাসরি তাদের সেবা প্রদান করবে।