
স্টাফ রিপোর্টার : সিলেটের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট আদালত প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের ফলক উন্মোচন করেন তিনি।
প্রকল্পগুলো হচ্ছে- সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দিপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনের নির্মিত ৪টি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১ এর ভবন, লাক্কাতুড়া হাইস্কুল, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।
উদ্বোধন করা এসব প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। ফলক উন্মোচন শেষে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।