
হবিগঞ্জে প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার চম্পা অপহরণের ৬ মাসেও উদ্ধার হয়নি। এ নিয়ে পরিবারের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
স্থানীয়সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে হবিগঞ্জ জেলার সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের খালপাড় জগতপুর গ্রামের মইন উদ্দিন কবিরের কন্যা চম্পাকে অপহরণ করে একই এলাকার লকুছ মিয়ার পুত্র সোহাগ মিয়া। পরে চম্পার মা রোকেয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, দীর্ঘদিন কিশোরী স্কুল ছাত্রীকে খুজে না পাওয়া নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহিদ জানান- চম্পাকে অপরহণ করা হয়েছে, নাকি সে স্বেচ্ছায় পালিয়ে গেছে বিষয়টির অনুসন্ধান চলছে।