
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্নি কান্দিবাড়ি এলাকা থেকে ৪ শটি ইয়াবাসহ রোকেয়া বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে এসআই আমিনুর রহমান তাকে আটক করেন।
গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক রোকেয়ার বাড়ি উপজেলার টুকেরগাঁও গ্রামে (মাসুমের বাড়ির পাশে)। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এ মামলায় পলাতক মাদক ব্যবসায়ী মন্নাছকেও (৩৫) আসামি করা হয়েছে। মন্নাছ ইসলামপুর গ্রামের আলী মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বর্নি কান্দিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রোকেয়াকে আটক করা হয়। এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে তল্লাশি চালিয়ে ৪ শ’ টি ইয়াবা উদ্ধার করা হয়।