• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৭
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামে সৌদি আরব প্রবাসী রইছ আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী রইছ আলী।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে একদল দুস্কৃতিকারীরা প্রবাসীর বসত ঘরের সম্মুখের (পূর্বের) ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

প্রবাসীর বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ঘরের সকল মালামাল পুরে ছাই হয়ে যায়। এদিকে দুস্কৃতিকারীরা আগুন দেওয়ার পর প্রবাসীর ঘরের পার্শ্ববর্তি দুটি ঘরে বেঁধে রেখে যায়।