• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে ফেন্সিডিল ও সিএনজি অটোরিকশাসহ আটক ১

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০১৭
জকিগঞ্জে ফেন্সিডিল ও সিএনজি অটোরিকশাসহ আটক ১

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ সিমান্ত এলাকায় ফেনসিডিলবাহী একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক মো. কামরুজ্জামান শাহিন (৩৫) জকিগঞ্জের কসকনকপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জের লক্ষীবাজার এলাকার গফফার নগর থেকে সিএনজি অটোরকিশাসহ শাহিনকে আটক করে। এসময় অটোরিকশার ভিতরে থেকে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪১ বিজিবির লক্ষীবাজার বিওপির নায়েব সুবেদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির তহল দল এ অভিযান চালায়। এসময় স্থানীয় মাদক পাচারকারীকে হাতেনাতে মাদক ও পরিবহনকৃত বাহনসহ আটক করে। আটককৃত আসামী, মাদকদ্রব্য ও সিএনজি অটোরিকশা জকিগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।