
সরকারের সাঁড়া জাগানো আয়োজন সদ্যসমাপ্ত ৩ দিনের উন্নয়ন মেলা থেকে প্রায় ৭০লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে সিলেট কর কশিনারের কার্যালয়।
মেলাশেষে (বুধবার, ১১ জানুয়ারি সন্ধ্যায়) এ প্রতিবেদকের সাথে আলাপকালে কর অঞ্চল-৩ এর স্টল থেকে কর্মকর্তারা এ তথ্য জানান।
মেলার প্রথম ২ দিনে তারা রাজস্ব আদায় করেন ৬৩ লক্ষ ৯৬ হাজার ৫শ’ ৯৭ টাকা। আর শেষ দিনে আদায়ের পরিমাণ ছিল ৫ লক্ষ ১৯ হাজার ৭শ’ ৫৪ টাকা।
কর্মকর্তারা জানিয়েছেন, ৩ দিনে তারা মোট ২ হাজারের বেশি মানুষকে সেবা দিয়েছেন। কর সংক্রান্ত নানান তথ্য সংবলিত লিফলেট বিতরণই ছিল তাদের প্রধান কাজ। তবে তারা মোট ১ হাজার ১শ’ ২০ জন মানুষকে নানা পরামর্শ দিয়েছেন।
মেলায় তারা রিটার্ণ গ্রহণের পরিমাণ প্রায় ৫শ’। তারা দেড়শোটি টিআইএন ও প্রদান করেছেন।
এছাড়াও মেলায় তারা ভ্যাট ও কাস্টমসের সাথে একাধিক বৈঠকে মিলিত হয়েছিলেন।
উল্লেখ্য, সরকারের এ বিশেষ কর্মসূচিটি ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সিলেট জেলা প্রশাসনের আয়োজনে রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।