• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে বানরের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৭
সিলেটে বানরের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী

সিলেটে বানরের উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। শিশু থেকে শুরু করে তরুণ-যুবক ও বয়স্করাও আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না। বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে নগরীর আম্বরখানা এলাকায় মানববন্ধন করেন স্থানীয় চার নং ওয়ার্ডের বাসিন্দারা।
তবে বানরগুলো হঠাৎ দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছুটাছুটি করায় শিশুরা বেশি হামলার শিকার হচ্ছে। এ জন্য মানববন্ধনে সকলকে সোচ্চার ও সহযোগিতার আহবান জানিয়ে ‘আমি শিশু, আমাকে রক্ষা করুন’ লেখা প্লাকার্ড নিয়ে উপস্থিত হন ক্ষুদে শিক্ষার্থীরাও।

স্থানীয় ‘দৈনিক উত্তর-পূর্ব’ পত্রিকার সম্পাদক চৌকিদেখি এলাকার বাসিন্দা আজিজ আহমদ সেলিম জানান, আগে তাদের এলাকায়ও কিছু বানর দেখা যেত, তেমন উৎপাত ছিল না। কিন্তু এখন দলবদ্ধভাবে আক্রমণ করে মানুষকে। কেউ বাজার থেকে কিছু নিয়ে যাচ্ছেন, পথে আক্রমণ করে বসে। রাস্তা পারাপার হয় কোনো দিকে ভ্রূক্ষেপ না করে। নারী-শিশুরা ওদের ভয়ে তটস্থ।
এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম শহরবাসীকে পরামর্শ দিয়ে বলেন, বানরকে ক্ষ্যাপাবেন না, তাহলে সে ক্ষতি করবে না, বানর বন্যপ্রাণী তাকে তার মতো চলতে দেওয়া উচিত। কেউ ভেংচি কাটলে বা তাড়াতে গেলে বানর ক্ষেপে যায়।

মানববন্ধনে জানান হয়, বানর মারার জন্য এই আন্দোলন নয়। লোকালয় থেকে তাদের বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবিতেই এই আন্দোলন। এতে বক্তারা বলেন, ‘আমরা চাই, আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক।’