• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ট্রেন থেকে পড়ে ১ ব্যক্তি আহত

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০১৭
সিলেটে ট্রেন থেকে পড়ে ১ ব্যক্তি আহত

ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর রেলব্রিজের পাশে এক ব্যক্তি ট্রন থেকে পড়ে মারাত্মক আহত হন।রবিবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনের পাশে তাকে পড়ে থাকতে দেখে মল্লিকপুর ক্লাবের সামনে নিয়ে আসেন।পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রাশেদুল হক জানান, আহত ব্যক্তির একাধিক ক্ষত আছে। তার মাথায় আঘাত আছে এবং চিকিৎসা এখানে হবে না।সিলেট রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা রোগীকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

স্থানীয় লোকজনের অর্থ সহায়তায় তাকে সিলেট ওসমানী হাসপালে পাঠানো হয়।

আহত ব্যক্তি কথা বলতে না পারায় তার নাম পরিচর জানা যায়নি।