
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মিসবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বদর উদ্দিন আহমদ কামরান’কে সোমবার গণ সংবর্ধনা দেবে বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড। ২৭নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সন্ধ্যা ৬টায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মহানগর আওয়ামীলীগ নেতা আজম খান, মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হেলাল বক্স, সাবেক কাউন্সিলর আসমা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান।