
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরচাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন। সোমবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে।আহতও হয়েছেন কয়েকজন।
সোমবার সকাল ১১টার দিকে ওসি বায়েস বলেন, দূর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের নাম-পরিচয়ও এখনো জানা যায়নি বলে জানান ওসি।
কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী শাহ আরেপিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। তবু নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী এ টিলা থেকে চলছে পাথর উত্তোলন। অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।