• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গ্যাসের জন্য নগরীর মিতালী আবাসিক এলাকায় দুর্ভোগ চরমে

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০১৭
গ্যাসের জন্য নগরীর মিতালী আবাসিক এলাকায় দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার হলেই গ্যাস থাকে না সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায়। গত ৬ সপ্তাহ ধরে এই অবস্থা বিরাজ থাকায় জন দুর্ভোগ চরমে পৌছেছে। গ্যাস না থাকার কারনে দিনভর উপোস থাকতে হয় ওই এলাকায় কয়েক হাজার বসবাসকারীকে।

এদিকে, এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী ইতিমধ্যে জালালাবাদ গ্যাস পুর্ব অঞ্চলের ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদন করা হলেও সংকট সমাধানে এখনো উদ্যোগ গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

আবেদনকারী মিতালী ১৩৯ নং বাসার বাসিন্দা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার শাহ আব্দুল ওদুদ চৌধুরী তার আবেদনে জানিয়েছেন- গত ৬ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার কোনো নোটিশ ছাড়াই বেলা সাড়ে ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া গত ৪-৫ দিন ধরে প্রতিদিন দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকে।

আবেদনে তিনি উল্লেখ করেন- গ্যাস সংযোগ বন্ধ থাকার কারনে এলাকায় দুর্ভোগ হচ্ছে। পাশাপাশি উপোস থাকতে হচ্ছে এখানকার বসবাসকারীদের। আবেদনে তিনি এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান। ওই আবেদনে মিতালী আবাসিক এলাকার বাসিন্দা নাজমুল হক নাজু, জুবেদুর রহমান চৌধুরী, হাফিজ উল্লাহ, সৈয়দ রুহুল আমী, নুরুল ইসলাম ও জাভেদ চৌধুরীসহ বাসিন্দাদের সাক্ষর রয়েছে।