
বাংলার আলো ডে
স্ক :::::::: রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়। এটা নতুন করে বলার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের নানা উৎসব ও আয়োজনে তাকে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়। সেখানকার বেশ কিছু সম্মাননায়ও ভূষিত হয়েছেন এই গুণী শিল্পী। এবার আরও একটি সম্মাননা যোগ হলো বন্যার ঝুলিতে। শনিবার (২৩ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে ‘সংগীত মহাসম্মান’ এ ভূষিত হয়েছেন বরেণ্য এ রবীন্দ্রসংগীত শিল্পী।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক কলকাতার উত্তীর্ণ মুক্তমঞ্চে বাংলা সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘সংগীত মহাসম্মান’ দেয়া হয় তাঁকে। স্মারক, উত্তরীয় এবং ৫০ হাজার রুপির এই পুরস্কার বন্যার হাতে তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ অনুষ্ঠানে ধ্রুপদ, যন্ত্রসংগীত, বাউল, কীর্তনসহ বিভিন্ন ভাষার গানের জন্য অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পীকে অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়।
রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, এ সম্মান তাঁকে আরও বেশি দায়িত্বশীল করেছে।
১৯৯২ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করেন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘উন্নয়নের জন্য সংগীত’ নামে একটি প্রকল্প নিয়েও কাজ করছেন তিনি।