• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৭
সিলেটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

বাংলার আলো ডেস্ক ::::: সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিমপাড়ার রুস্তমপুর গ্রামে সৎ মেয়েকে (১১) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল আহমদ (৪৫) নামের ওই ব্যক্তি রুস্তমপুরের ছিদ্দেক আলী ওরফে সাজ্জাদ আলী ওরফে বটুক মিয়ার ছেলে। আজ রুস্তমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব জানান, কামাল আহমদ একাধিক বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে (১১) গত ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ধর্ষণ করেন কামাল। বিষয়টি নিজের নানীকে জানায় ভিকটিম। তিনি ভিকটিমকে স্থানীয় ইউপি সদস্যের কাছে নিয়ে যান। পরবর্তীতে ভিকটিমকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ভিকটিম।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় কামাল আহমদকে গ্রেফতারে ছয়দিন ধরে অভিযান চালাচ্ছিল শাহপরান থানা পুলিশ। অবশেষে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।