• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরও আট টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৭
আরও আট টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

বাংলার আলো ডেস্ক ::::::: আরও আট কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয় কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করে।

বৃহস্পতিবার ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা এক আদেশে প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে এদের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জনিয়েছেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার।

লাইসেন্স বাতিল হওয়া কোচিং সেন্টারগুলো হলো- এক্সপার্ট একাডেমি কোচিং, গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিনহিল টিউটোরিয়াল, কম্বাইন টিউটোরিয়াল, উদ্ভাস কোচিং সেন্টার, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট একাডেমী ও রকিবুল ইসলাম অনার্স কোচিং।

ইউসূফ আলী বলেন, প্রতিষ্ঠানগুলো আইন অমান্য করে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে আসছে। এজন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্স বাতিল এবং ১২টি মামলা করা হয়।

গত মঙ্গলবার ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে।

কোচিং সেন্টারগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার এবং প্যারাগন কোচিং সেন্টার। সবগুলো কোচিং সেন্টারের ফার্মগেট শাখার লাইসেন্স বাতিল করা হয়।