• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের আওয়ামী লীগ নেতা মতলিব হত্যা মামলার রায়ে ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৭
সিলেটের আওয়ামী লীগ নেতা মতলিব হত্যা মামলার রায়ে ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট উপজেলায় ২০১৩ ইং সালে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত হওয়া আওয়ামী লীগ নেতা মতলিব আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।  সিলেট জেলা দায়রা জজ মিজানুর রহমান খান ৯ জন আসামীর বিরুদ্ধে গতকাল এ রায় প্রদান করেন।  রায়ে ৩ জনকে যাবৎ জীবন কারাদন্ড, ২ জনকে ১৪ বছর কারাদন্ড, ৪ জনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেন। এ ছাড়া প্রত্যেক আসামীকে ৫০০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদানের রায় দেন।  যাবৎ জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন বিএনপি নেতা খালেদ আহমদ, শাহেদ আহমদ, মখতার আলী।  ১৪ বছর কারাদন্ড প্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন, রেজওয়ান আহমদ।  ৫ বছর করে কারাদন্ড প্রাপ্তরা হলেন, জুবায়ের আহমদ, রাজ্জাক চৌধরী, সুহেল মিয়া, আসফাক চৌধরী ।  পলাতক আসামীদের গ্রেফতারের জন্য সাজা পরওয়ানা জারী করেছেন আদালত।