• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বছরেরর শুরুতেই ছাত্রদলের এক নেতা নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৮
বছরেরর শুরুতেই ছাত্রদলের এক  নেতা নিহত

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে আবু হাসনাত শিমু নামে এক নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার বেলা আড়াইটার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ছুরিকাহত শিমুকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শিমু নগরীর শাহী ঈদগাহ এলাকার আব্দুল আজিজের পুত্র। তিনি ছাত্রদলের কাজী মেরাজ গ্রুপের নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ গ্রুপের কয়েকজন শিমুকে ছুরিকাঘাত করে । এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সিলেট কতোয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। এতে ৮/১০ আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকেলে শিমু নামে একজন মারা যান।

এঘটনায় কাউকে আটক করা যায়নি, কোনো মামলাও হয়নি বলে জানান ওসি।