• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা থেকে ছিনতাই মামলার আসামী আটক 

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৮
দক্ষিণ সুরমা থেকে ছিনতাই মামলার আসামী আটক 

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেটের দক্ষিণ সুরমা থেকে কাওছার আহম্মদ (২২) নামের ছিনতাই মামলার এক আসামীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকার সাউথ সুরমা ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক কাওছার আহম্মদ সুনামগঞ্জ জেলার দিরাই থানার জয়নাল আবেদিনের পুত্র। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাইন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) এর একটি আভিযানিক দল সন্ধ্যায় কাওছার আহম্মদ (২২) নামের এক ছিনতাই মামলার পলাতক এক আসামিকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।