• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড নবীর মৃত্যুতে : প্রধানমন্ত্রীর শোক

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০১৮
বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড নবীর মৃত্যুতে : প্রধানমন্ত্রীর শোক

বাংলার আলো ডেস্ক :::::::: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপিবি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোহম্মদ নবীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায়ই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের শোষণ মুক্তির সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগামী।
তিনি বলেন, ৭২-এর সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন।
শেখ হাসিনা বলেন, আজীবন বিপ্লবী মো. নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী হিসাবে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।
প্রধানমন্ত্রী শোক বার্তায় আরো বলেন, কমরেড নবীর মৃত্যুতে দেশ প্রগতিশীল ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের এক পরীক্ষিত সৈনিককে হারাল।
প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।১৫ জানুয়ারি, ২০১৮ (বাসস)