• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এমপিও ভূক্তির জন্য শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৮
এমপিও ভূক্তির জন্য শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

বাংলার আলো ডেস্ক :::::::: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভূক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়ে না।’
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন,‘প্রধানমন্ত্রী বলেছেন, এমপিও ভূক্তির ব্যাপারে আগামী বাজেটে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় যারা এমপিও ভূক্তির আওতায় পড়বেন তারাই হবেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আপনাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ-কষ্ট বুঝতে পারেন।’
তিনি শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে- উল্লেখ করে বলেন, ‘এখনো তাঁর আশ পাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে। তবে রাখে আল্লাহ মারে কে।’
বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার জীবন, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন। ১৯ জানুয়ারি, ২০১৮ (বাসস)