বাংলার আলো ডেস্ক :::::::: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ সফরকারী শ্রীলংকাকে ১৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।
জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো।১৯ জানুয়ারি, ২০১৮ (বাসস)