
বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
রোববার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার লোকরা ইউনিয়নের চানপুর কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন মিয়া (৩০)। তিনি কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে ওই গ্রামের সালামত মিয়া ও সুলতান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় স্বপন মিয়া নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।