• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নেইমারকে নিয়ে জিদানের আশাবাদ

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৮
নেইমারকে নিয়ে জিদানের আশাবাদ

বাংলার আলো ডেস্ক ::::::::  ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে একজন অসাধারন খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেছেন, তাকে সবাই ভালবাসে।
শীতকালীণ ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হবার সাথে সাথে নেইমার আগামী বছর রিয়ালে যোগ দিতে যাচ্ছেন- এমন গুজবে সরব হয়েছিল ফুটবল বিশ^। বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন ও গত দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা পাওয়া রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে। নভেম্বরে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন আগামী গ্রীষ্মে নেইমার হয়ত মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে জিদান নেইমারের প্রশংসা করে বলেন, সে এমন একজন খেলোয়াড় যে সবাইকে মাতিয়ে রাখে। পুরো ফুটবল বিশ^ই তার খেলা পছন্দ করে। সে একজন অসাধারণ খেলোয়াড়।
আগামী ফেব্রুয়ারি-মার্চে মাদ্রিদ সমর্থকরা চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬’র লড়াইয় পিএসজির বিপক্ষে নেইমারের খেলা উপভোগ করতে পারবে।২১ জানুয়ারি ২০১৮ (বাসস)