• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবুল হাশেম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৮
আবুল হাশেম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলার আলো ডেস্ক :::::::: আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল হাশেম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আবুল হাশেম চৌধুরী গতকাল সোমবার রাত ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৩ জানুয়ারি, ২০১৮ (বাসস)