• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৮
মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

বাংলার আলো ডেস্ক :::::::: মৌলভীবাজারে হত্যা মামলায় আছিদ মিয়া নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।২০০৫ সালে ১৫ অক্টোবর সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের আকবর আলীর বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিছ মিয়াকে হত্যা কর।

এই ঘটনায় মদরিছ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।মামলায় ৬ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে এবং রায়ের পূর্বে একজন আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৫ সালে ১৫ অক্টোবর সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মোবারক মিয়ার বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিছ মিয়াকে হত্যা করে। এই মামলায় ১৫ জন সাক্ষী উপস্থাপন করে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের পর এই মামলার রায় প্রদান করা হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।আসামি পক্ষে এই মামলার আইনজীবী ছিলেন চাঁদ মুরারী সিংহ।