• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, চালক নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০১৮
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, চালক নিহত

বাংলার আলো ডেস্ক :::::::: ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় চলন্ত বাসের সাথে ট্রাকের ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসের চালক আগুনে পুড়ে নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার বলোকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করে, তবে ট্রাকটি পালিয়ে যায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল চন্দ্র ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।