• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৬, আহত ১৪

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০১৮
সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৬, আহত ১৪

সেনেগালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৬, আহত ১৪বাংলার আলো ডেস্ক :::::: সেনেগালের দক্ষিণাঞ্চলে বুধবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন।দেশটির সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।সেনা মুখপাত্র কর্নেল আবদৌ দিয়ায়ে জানান, হেলিকপ্টারটি মিসিরাহ’র একটি উপকূলীয় ম্যানগ্রোভ বনে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ২০ আরোহী ছিলেন।উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এতে ‘অপর ১৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।’ আহতদের কাওলাকের একটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।এ দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।১৫ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক)