• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মন্ত্রিসভায় জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০১৮
মন্ত্রিসভায় জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন

বাংলার আলো ডেস্ক :::::::: মন্ত্রিসভা যুদ্ধকালীন বা স্বাভাবিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা নির্ধারণ করে আজ জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন দিয়েছে।আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়।‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষে একটি গণমুখী আধুনিক ও পেশাগতভাবে উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে।’মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।তিনি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহিত নীতিমালার আলোকে বৃহত্তর আকারে এটা করা হয়েছে।আলম বলেন, এই নীতিমালায় জাতীয় লক্ষ্য, উদ্দেশ্য, জাতীয় স্বার্থ সংজ্ঞায়িত করা, দেশটির মূল প্রতিরক্ষার নীতি, বাহিনীগুলোর রূপরেখা এবং যুদ্ধের সময় ও এর বাইরের সময়ে বাহিনীগুলোর করনীয় বিষয়ে উল্লেখ রয়েছে।১৯ মার্চ, ২০১৮ (বাসস)