• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০১৮
হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি নাজির আহম্মদ (৩৪) কে গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার (২৭ মার্চ) ভোরে মাধবপুরের মাঝিশাইর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম মঙ্গলবার ভোর রাতে মাঝিশাইর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। নাজির আহম্মদ মাধবপুর উপজেলার মাঝিশাইর গ্রামের অনু মিয়ার ছেলে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ২০১৬ সালে বড়লেখায় একটি মাদকের মামলায় মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক হাছান জামান তাকে ৬ মাসের দন্ডাদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল।