
বাংলার আলো ডেস্ক ::: উচ্চ আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন দিলেও সরকার তাকে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।রিজভী বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তাও আমরা জানতে পারছিনা। সেই সঙ্গে তাকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সুচিকিৎসা দিতে সরকার বাধা দিচ্ছে। মামলায় জামিন পাওয়া মানুষের অধিকার।তিনি আরো বলেন, বেগম জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছেন। কিন্তু সরকারের নির্দেশে সেই জামিন প্রক্রিয়া স্থগিত রয়েছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রতিবাদী কণ্ঠস্বরের মুখ বন্ধ করতে সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে দেশনেত্রী বেগম জিয়ার জামিন অধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে তিলে তিলে কষ্ট দেয়া হচ্ছে।