• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশ কনষ্টেবল হত্যাকান্ড: ঘাতক জামাল গ্রেপ্তার

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০১৮
পুলিশ কনষ্টেবল হত্যাকান্ড: ঘাতক জামাল গ্রেপ্তার

পুলিশ কনষ্টেবল হত্যাকান্ড: ঘাতক জামাল গ্রেপ্তারবাংলার আলো ডেস্ক ::: সুনামগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পৈতৃক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে বড় ভাই ও তার পরিবারের লোকজনের হামলায় প্রাণ হারান পুলিশ কনষ্টেবল নিজাম।এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে এ হত্যাকান্ডের মূল হোতা তারই সহোদর বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিন (২৬) নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের ছেলে। নিজাম সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন। নিহত নিজামের স্ত্রী ও দেড় বছর বয়সী এক শিশু কন্যা রয়েছে।নিজাম উদ্দিনের ছোট ভাই কামাল উদ্দিন শুক্রবার জানান, পৈতৃক সম্পক্তির ভাগ ভাটোয়ারা নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ভাই জামাল উদ্দিন ও তার ছেলেসহ পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে নিজাম উদ্দিনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ইনাতনগরের গ্রামে।আহত নিজামকে প্রতিবেশীরা উদ্ধার করে সেদিন সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।