• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে থাকবে : ওবায়দুল কাদের

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৮
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে থাকবে : ওবায়দুল কাদের

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে থাকবে : ওবায়দুল কাদেরবাংলার আলো ডেস্ক :::::: আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী কাদের আজ মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু সংলগ্ন জামালদিতে ব্রীজ কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করা ও টোল প্লাজা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে রাখতে আগামী ৮ জুনের মধ্যে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’ ঘরমুখো মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে রাখতে দরকার হলে দিনের পাশাপাশি রাতেও রাস্তা মেরামতের কাজ চলবে। এক্সেল লোড স্টেশনের দুর্নীতির কথা উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, ঈদের সময় টোল সংক্রান্ত ভোগান্তি বা দুর্নীতির তথ্য পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগের চারদিন আর পরের চারদিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে। উল্টো পথে ভিআইপি আসলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ পরিদর্শন করেন।
এ সময় নাসিম ওসমান এমপি, লিয়াকত আলী খোকা এমপি, সুবিদ আলী ভূইয়া এমপি, ও নজরুল ইসলাম বাবু এমপিসহ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: বাসস