• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ-সদস্য হাবিবুন নাহারের শপথ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৭
উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ-সদস্য হাবিবুন নাহারের শপথ

উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ-সদস্য হাবিবুন নাহারের শপথবাংলার আলো ডেস্ক :::::::: দশম জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসন থেকে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহারের শপথ অনুষ্ঠান আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।এ সময় চিফ হুইপ আ.স.ম ফিরোজ এবং সংসদের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস স্কোয়াড্রন লীডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে উইং কমান্ডারের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এদিকে স্পিকার এক বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর শুভ কামনা করেছেন।সূত্র:বাসস