
বাংলার আলো ডেস্ক ::::
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শিবির নেতা শামীম আহমেদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারীর প্রতিবাদে গতকাল সকাল ১০ টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লোকমান আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের চক্রান্তে শিবির নেতা শামীমের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়েছে। পুলিশ বার বার শামীম আহমেদকে গ্রেফতারের জন্য তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামে অভিযান চালাচ্ছে। পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শামীম আহমেদ পালিয়ে বেড়াচ্ছেন। বক্তারা মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী পরওয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান,দক্ষিণ সুরমা থানা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের মোগলাবাজার থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন,প্রচার সম্পাদক মাওলানা নুরুদ্দিন আহমদ, শিবির নেতা মো. মফিজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন আনা, মো. তরিকুল ইসলাম. প্রমুখ ।