• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ মঙ্গলবার

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

৬ নভেম্বর দুপুর ২টায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

জোটের সমন্বয়ক সাইফুল হক রোববার জানান, আগামী মঙ্গলবার তাদের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এখনও তারা হাতে পাননি।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংলাপে অংশ নেওয়ার জন্য আগেই ১৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই সংলাপের আহ্বানে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্যান্য দল ও জোটও সংলাপের আগ্রহ দেখালে তাদেরও আমন্ত্রণ পাঠানো হয় গণভবন থেকে।