• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাহুবলে বাস-ট্রাক্টর সংঘর্ষ, শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৮
বাহুবলে বাস-ট্রাক্টর সংঘর্ষ, শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজল দেব (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ নভেম্বর) সকালে সাড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত সজল দেব বাহুবল উপজেলার কান্দিগাঁও গ্রামের পটিয়া দেবের ছেলে বলে জানান বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

তিনি জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল দেব মারা যান। এ গুরুতর আহত অবস্থায় ট্রাক্টর চালক রুবেল মিয়াকে (২৮) উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।