• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট, তফসিল পেছানোর দাবি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৬
নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট, তফসিল পেছানোর দাবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই বিএনপির নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

রোববার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল স্থগিত করে নির্বাচন একমাস পেছানোর দাবী তিনি।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে লিখিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে ঐক্যফ্রন্ট সাত দফা দাবি থেকে পিছিয়ে আসছে না জানিয়ে ফখরুল বলেন, তার সঙ্গে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি তারা যুক্ত করে তিনি বলেন, ‘আমরা বর্তমান তফসিল বাতিল করে নির্বাচন এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি।’

সেক্ষেত্রেও বর্তমান সংসদের মেয়াদের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।